সারারাত বৃষ্টির পর কেবল সূর্য উঠেছে রোহিঙ্গা শরণার্থী শিবিরে। কর্দমাক্ত মাঠ। মাঠের অদূরে ঘেঁষাঘেঁষি করে আছে অনেকগুলি তাবু। তাবুগুলি রোহিঙ্গা শরণার্থীদের। লোকজনের ভিড় ক্রমশ বাড়ছে সেখানে। সাংবাদিক, পুুলিশ, সেনাবাহিনী, ত্রাণকর্মী প্রত্যেকেই আপন দায়িত্বে ব্যস্ত। একটি ছেঁড়া তাবুর বাইরে এক মা...